আমার অধরা তুমি

কি যেন একটা (জানুয়ারী ২০১৭)

সুবহাম দে
  • ১৬
উথলি উঠে এ আনমনা প্রাণ,
তোমার সনেতে ধায়;
রাখিয়াছি বাঁধি, সাধ মত মোর,
তবু কেন চলে যায়।

আজি এ গোধূলি অথবা প্রভাত,
জ্ঞান মম মনে নাই।
যেখানেই যাই, যেদিকে তাকাই,
তোহে কেন খুঁজে পাই!

তোহর অঙ্গ, আঁখি তরঙ্গ
পুলকিত করে প্রাণ।
সে জোরেই আমি রচিয়াছি,
নব নব প্রণয়ের গান।

আমার আকাশ, আমার বাতাস,
ভুবন প্রেমে ভরা।
শুধু আমি জানি, তখনো আমাতে
দাওনি গো তুমি ধরা।

তোমার সখ্য ছেদিবার ভয়ে
না আমি কহিতে পারি।
তথাপি আমার হৃদয়, প্রণয়,
রুধিয়া রাখিতে নারি।

কহিব তোমারে, যত যাই হোক,
করিনু মনেতে পন।
গিয়ে দেখি, সেথা অন্য স্বামীরে
তুমি যে দিয়াছো মন।

রহিব অথবা না রব ধরাতে,
না জ্বালা সহিতে পারি।
একলাই ছিনু, মন ছিল কাছে,
তাহাও লইলে কাড়ি!

তোমা হতে আমি যত যাই দূরে,
তত যেন কাছে আসি।
বধূ ভালোবাসো অন্য স্বামীরে,
আমি তোহে ভালোবাসি।

চিরদিন মোর হৃদয় মাঝারে
অধরা রহিবে তুমি,
দেখা হবে ফের অন্য গগনে
পরিযাই মরশুমি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) দারুণ!... আর কিছু বলার নাই।
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৭
মিলন বনিক ভালো লাগলো....শুভকামনা...
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৭
শাহ আজিজ বাহ , বেশ হয়েছে । এই শতাব্দীতে পুরাতন /নতুন স্টাইল বলে কিছু নেই ,আমি সব ভালবাসি। পরিযাই কি পরিযায়ী হবে কিনা এবং তোমা পানে ধায় উপযুক্ত হবে কিনা ভেবে দেখতে বলি। শুভ হোক জীবন।
নিশ্চুপ রুদ্র বাহ্। ভালো লাগলো। ভোট রেখে গেলাম। শুভ কামনা। আমার পাতায় আমন্ত্রন।
ইনজাম সায়েম এক কথায় অসাধারন লেগেছে, শুভকামনা ও ভোট রইল, মুগ্ধতা রেখে যাচ্ছি।
কাজী জাহাঙ্গীর সেকালের কবিতা,যেন পড়িতেছি একালে বসি, পুরনো ছোঁয়া ছোঁয়াইলে যেন অতিতেরে ভালবাসি। নতুন বছরের শুভেচ্ছা, অনেক শুভ কামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর । শুভকামনা সতত। আমার পাতায় আমন্ত্রণ
নিয়াজ উদ্দিন সুমন ভালবাসা ‍নিও। পড়ে যে ভাল লাগিল... কবি

৩০ নভেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪